ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসের নতুন প্রজাতি, বেড়েছে শিশুমৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসের নতুন প্রজাতি, বেড়েছে শিশুমৃত্যু 

ভারতের চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে দেশটিতে অ্যাডিনো ভাইরাসের নতুন একটি প্রজাতি ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের বিস্তারের তথ্য জানিয়ে দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের স্বাস্থ্য দপ্তরের কাছে একটি চিঠিতে সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি।

 

চিঠি  জানানো হয়েছে, ভারতে অ্যাডিনো ভাইরাসের একটি নতুন প্রজাতি তৈরি হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে যত শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার একটি বড় অংশ ওই নতুন প্রজাতির ভাইরাসেই আক্রান্ত হয়েছে।

আইসিএমআর বলছে, নতুন ওই প্রজাতির ভাইরাসে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। সে কারণেই এবার অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা বেড়েছে।

নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘বি৭/৩’। এর আগে আর্জেন্টিনা এবং পর্তুগালে অ্যাডিনো ভাইরাসের এই প্রজাতি দেখা গেলেও ভারতে কখনও এই প্রজাতি খুঁজে পাওয়া যায়নি। আইসিএমআর জানিয়েছে, পশ্চিমবঙ্গে আক্রান্ত শিশুদের কফের পরীক্ষা করে এই প্রজাতির ভাইরাসের দেখা মিলেছে।

 

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।