ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০ 

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী অন্তত ১৬০ জনকে হত্যা করেছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা সোমবার এ তথ্য জানান।

এএফপির বরাতে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।  

রোববার সন্ধ্যায় সেনাবাহিনী কয়েক বছর ধরে ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় জর্জরিত অঞ্চলটিতে প্রাথমিকভাবে ১৬ জনের প্রাণহানির খবর জানিয়েছিল। তা থেকে বেড়ে এখন ১৬০ জনে দাঁড়াল।

প্লাটিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ এএফপিকে বলেন, শনিবার থেকে শুরু হওয়া বিরোধ সোমবার সকাল পর্যন্ত ছিল। এতে ১১৩ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।  

এ অঞ্চলে সামরিক গ্যাং স্থানীয়ভাবে দস্যু নামে পরিচিত। ২০টির মতো ভিন্ন গোষ্ঠীর ওপর এরা সু-সমন্বিত হামলা চালায় এবং তাদের ওপর নির্যাতন করে। তাদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়, বলেন তিনি।  

কাসাহ বলেন, আমরা ৩০০ জনের মতো লোককে আহত অবস্থায় পাই। তাদের বোকোস, জোস ও বারকিন লাদির হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় রেডক্রস বোকো অঞ্চলে প্রাথমিকভাবে ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।

রাজ্য সংসদের সদস্য ডিকসন কোলম বলেন, বারকিন লাদি অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

তিনি এ হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীকে দ্রুত কাজ করার আহ্বান জানান।  

রোববার প্লাটিয়াউ রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং এ সহিংসতার নিন্দা জানান এবং এ সহিংসতাকে বর্বর, নৃশংস এবং অন্যায় বলে আখ্যা দেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।