ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধের পর ইরাকে ভুল পদক্ষেপ ফেলেছে যুক্তরাষ্ট্র : রাইস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
যুদ্ধের পর ইরাকে ভুল পদক্ষেপ ফেলেছে যুক্তরাষ্ট্র : রাইস

ওয়াশিংটন: সাদ্দাম হোসেনকে উৎখাত করার সিদ্ধান্ত সঠিক ছিল। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধপরবর্তী সময়ে ইরাকে ভুল পদক্ষেপ ফেলেছে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিৎসা রাইস শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর সিএনএন’এর।

রাইসের সাক্ষাৎকারটি ‘কানেক্ট দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে সোমবার প্রচার করা হতে পারে।

পুনর্গঠন কাজের ব্যর্থতার কথা স্বীকার করেন রাইস বলেন, বোঝাপরার ঘাটতি থাকার ফলেই সমস্যা তৈরি হয়েছে।  

রাইস বলেন ,‘আমিও সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে অপসারণ করতাম। কিন্তু ইরাকের পুনর্গঠনের কথা আমি ভিন্নভাবে চিন্তা করতাম। ’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু বাগদাদের অবস্থাকেই গুরুত্ব দিয়েছি। সে তুলনায় প্রদেশগুলোর দিকে লক্ষ্য করা হয়নি। ’

তবে বুশ প্রশাসনের ইরাক অভিযান সফল না ভুল হয়েছে, সে বিচার করার সময় আসেনি বলে মন্তব্য করেন রাইস।

রাইস বলেন, ‘আমরা ইরাক যুদ্ধে গিয়েছি ইরাকের গণতন্ত্র উদ্ধারের জন্য নয়। যুত্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে লড়াই করেছে জার্মানির গণতন্ত্র ফিরিয়ে দিতে না। ’

‘আমরা যখন ইরাকে যুদ্ধে গেছি তখন সেখানে নিরাপত্তার হুমকি ছিল। সাদ্দাম হোসেন ছিলেন আমাদের স্বার্থ এবং আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা বুঝতে পারলাম আমাদের অনেক কিছু করতে হবে। আরও ভালো কিছু করতে হবে। ’

‘আমরা বুঝতে পারলাম ইরাকের পরিবর্তন ঘটাতেই সাদ্দমকে উচ্ছেদ করতে হবে। ’


রাইস বর্তমানে ওয়াশিংটন সফর করছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র বিল বার্টন শুক্রবার সাংবাদিকদের রাইসের ওয়াশিংটন সফরের কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি জানান।

বার্টন বলেন, ‘তাদের মধ্যে বৈদেশিক নীতি বিষয়ে আলোচনা হতে পারে। ’

রাইস জানান, ক্ষমতাশীল প্রেসিডেন্টের সাবেক মন্ত্রীকে  আমন্ত্রণ জানানো নতুন কিছু নয়। প্রেসিডেন্ট হয়তো তার সঙ্গে বৈদেশিক নীতি বিষয়ে আলোচনা করতে পারেন।

হিলারি সম্পর্কে রাইস বলেন, তিনি খুব ভালো করছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ