ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে একই পরিবারের ৬ শিশুসহ ১১ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
পাকিস্তানে একই পরিবারের ৬ শিশুসহ ১১ জনকে হত্যা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গভীর রাতে এক নৃশংস হামলায় দুই বছরের শিশুসহ একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে।

বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় দুই ভাই, তাদের স্ত্রী এবং ১২ বছরের কম বয়সী ছয় সন্তানসহ এক অতিথিকে হত্যা করা হয়।

জেলা পুলিশ প্রধান তারিক হাবিব এএফপিকে বলেছেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

পুলিশ কর্মকর্তা মামুর শাহ এএফপিকে বলেছেন, আমরা ঘটনাটির গভীর তদন্ত করছি। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে প্রতিহিংসার সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ধরনের হত্যাকাণ্ড ঘটে।

তিনি আরও বলেন, তাদের ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং কয়েকজনের গায়ে গুলির চিহ্ন আছে। পরিবারের প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানায়।

গত বছরের মার্চে একই প্রদেশে দুই পরিবারের মধ্যে এক দশকের প্রতিহিংসার জেরে অতর্কিত হামলায় একজন বিশিষ্ট স্থানীয় রাজনীতিবিদসহ ১১ জন নিহত হন।

গত মে মাসে একই প্রদেশে এক দশক ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কয়েক মিনিটের মধ্যে ১৬ জন নিহত হন।  

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।