ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাধারণ পরিবারে বিয়ে করলেন ব্রুনাইয়ের যুবরাজ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
সাধারণ পরিবারে বিয়ে করলেন ব্রুনাইয়ের যুবরাজ 

বিয়ে করেছেন তেল সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ের ৩২ বছর বয়সী যুবরাজ আব্দুল মতিন। যুবরাজের নববধূ রাজ পরিবারের কেউ নন।

সাধারণ ঘরের মেয়ে ২৯ বছর বয়সী ইয়াং মুলিয়া আনিশা রোসনাহ।

রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের একটি সোনার গম্বুজ মসজিদে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসলামিক রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়।

এদিন সুসজ্জিত ঐতিহ্যবাহী সাদা পোশাকে মসজিদে হাজির হন প্রিন্স মতিন। একজন ইমামসহ সুলতান, আত্মীয়স্বজন এবং অতিথিদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।  

তবে এতেই শেষ নয়; আগামী ১০ দিন জাঁকালো আয়োজনে চলবে এ বিয়ের অনুষ্ঠান।  

রাজকীয় বিয়ের উদ্‌যাপন আগামী রোববার অনুষ্ঠিত হবে। ওই দিন ১ হাজার ৭৮৮ কক্ষের প্রাসাদে জমকালো অনুষ্ঠান হবে। একইসঙ্গে রীতি অনুযায়ী থাকছে বিশাল শোভাযাত্রাও। অনেক ব্রুনিয়ান রোববারের মিছিলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

বিশ্বের দীর্ঘসময় ধরে রাজত্বকারী সুলতান হাসানাল বলকিয়ার দশম সন্তান প্রিন্স আব্দুল মতিন। তার সহধর্মিণী মুলিয়া আনিশা সুলতানের অন্যতম প্রধান উপদেষ্টার নাতনি। একটি ফ্যাশন ব্র্যান্ড ও একটি পর্যটন ব্যবসার সহ-মালিক মুলিয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।