ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে চলছে প্রেসিডেন্ট-পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
তাইওয়ানে চলছে প্রেসিডেন্ট-পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দেশটির রাজধানী তাইপেসহ দ্বীপটির বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন।

বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে মূলত তাইওয়ানের দুই বড় রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিকেকে) এবং কুওমিনটাংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

দেশটিতে ব্যালট পেপার ব্যবহারের মাধ্যমে সব ভোটারদের ভোট দিতে হবে। কোনো ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখেনি তাইওয়ানের নির্বাচন কমিশন। আজই ভোটগ্রহণ শেষ হবে।

নির্বাচন কমিশনের মতে, দ্বীপ ভূখণ্ডটির ১ কোটি ৯৫ লাখ ভোটারের মধ্যে অধিকাংশই ভোট দেবেন। সন্ধ্যার দিকে ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

তাইওয়ানের সংবিধান অনুসারে, কোনো নাগরিক সেখানে টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। তাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভূখণ্ডটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।