ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে পুণ্যার্থীদের মধ্যে উত্তেজনা: পদদলিত হয়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
বিহারে পুণ্যার্থীদের মধ্যে উত্তেজনা: পদদলিত হয়ে নিহত ১০

পাটনা: ভারতের বিহার রাজ্যে একদল পুণ্যার্থীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অসংখ্য লোক।

খবর এনডিটিভি’র।

শনিবার রাতে রাজ্যের বঙ্কা জেলায় দুর্গা মন্দিরে নবরাত্রী অনুষ্ঠানে এ হতাহতের ঘটে।

প্রায় ৩০ হাজার পুণ্যার্থী তিলদিহা গ্রামের ওই মন্দিরে পুজা দেওয়ার জন্য জড়ো হয়েছিলেন

জেলা ম্যাজিস্ট্রেট আদেশ চিতরমারে বলেন, ‘এ পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ’

এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুণ্যার্থীদের হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে সবাই দৌড়াতে শুরু করে এবং একে অপরকে পদদলিত করতে থাকে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ