ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮

চীনের পূর্বাঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত ও আটজন আহত হয়েছেন।

শনিবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের চাংঝো এলাকায় ভোর ৩টা ৩৮ মিনিটে বিস্ফোরণটি ঘটে। চাংঝো শেনরং মেটাল সাই-টেক কোম্পানি লিমিটেডের উৎপাদন কেন্দ্রের ওয়ার্কশপে এ বিস্ফোরণ হয়। কারখানাটি উজিন জেলায় অবস্থিত।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল তাদের অভিযান শেষ করেছে। তদন্তের পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য কাজ চলছে।

জেলার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এতে আটজন সামান্য আহত হয়েছেন।

গত বছরের মে মাসে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত হন। এছাড়া গত বছরের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

সূত্র: সিনহুয়া

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।