ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রুশ চার্টার্ড প্লেনের ৪ যাত্রী জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রুশ চার্টার্ড প্লেনের ৪ যাত্রী জীবিত উদ্ধার প্রতীকী ছবি

রাশিয়ায় যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া চার্টার্ড প্লেনটির চার যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুজন যাত্রীর খোঁজ এখনও মেলেনি।

 

আফগানিস্তানে অবস্থিত রাশিয়ার দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ।  

দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই চার যাত্রীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে তালেবান প্রশাসনের কর্মকর্তারা।

তালেবান সরকারের শীর্ষ মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চার যাত্রী তাদের হেফাজতে রয়েছেন।  
জীবিতদের মধ্যে বিধ্বস্ত হওয়া চার্টার্ড প্লেনটির পাইলট রয়েছেন। বাকি দুই যাত্রীর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

শনিবার ছয়জন যাত্রী নিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে উত্তর বাদাখশান প্রদেশে চার্টার্ড প্লেনটি বিধ্বস্ত হয়। এতে চালকসহ ছয় যাত্রী ছিলেন।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি থাইল্যান্ডের পাতায়া থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। ফ্রান্সে তৈরি ফ্যালকন-১০ মডেলের উড়োজাহাজটি ১৯৭৮ সাল তৈরি করা হয়েছিল।

রাশিয়ার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্লেনটি ফ্রান্সের তৈরি ডেসল্ট ফেলকন ১০ জেট। এটি রাশিয়ার নিবন্ধিত ছিল এবং শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসএএইচ

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।