ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডাক্তার সেজে হাসপাতালে ঢুকে ৩ জনকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ডাক্তার সেজে হাসপাতালে ঢুকে ৩ জনকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তিন সদস্যকে হত্যা করেছে। খবর বিবিসির।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি আন্ডারকভার ইউনিটের সদস্যরা চিকিৎসক ও বেসামরিকদের ছদ্মবেশে রাইফেল নিয়ে করিডর দিয়ে চলাচল করছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, জেনিন হাসপাতালে ওই লোকেরা লুকিয়ে ছিল এবং তাদের একজন আক্রমণ করতে যাচ্ছিল।

হাসপাতালের ভেতর নতুন করে তাণ্ডব চালানোয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলকে দুষছে।  

হামাস বলছে, ইসরায়েলি বাহিনী তাদের একজনসহ তিন সদস্যকে হত্যা করেছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এরপর ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে।

অন্যদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বলছে, তাদের দুই সদস্যকে হত্যা করা করা হয়েছে। তারা ছিল ভাই। গোষ্ঠীটির এক সদস্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।