ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বেলুচ বিদ্রোহীদের হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
পাকিস্তানে বেলুচ বিদ্রোহীদের হামলায় নিহত ১০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাতভর হামলায় অন্তত ছয় যোদ্ধা ও চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

প্রাদেশিক তথ্যমন্ত্রী জান আচাকজাই মঙ্গলবার বলেন, হামলাকারীরা বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্য।  

তারা বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৬৫ কিলোমিটার দূরের মাচ শহরে সামরিক ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে বন্দুক ও রকেট নিয়ে হামলা চালায়।  

সেখানে বাধার সম্মুখীন হয়ে হামলাকারীরা তুলনামূলক কম সুরক্ষিত অঞ্চলে সরে যায় এবং মাচ পুলিশ স্টেশনে হামলা চালায়। পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা আল জাজিরাকে এ খবর জানান।  

তিনি বলেন, শহরের উপকণ্ঠে অভিযান চলছে। এখানকার পাহাড়ি অঞ্চল বেশ দুর্গম। তবে দিনশেষে তা আমরা শেষ করতে পারব।

এক বিবৃতিতে বিএলএ হামলার দায় নিয়ে বলেছে, তাদের স্বাধীনতা যোদ্ধারা অভিযানটি পরিচালনা করে।  

বিএলএ একটি নিষিদ্ধ গোষ্ঠী, যেটি বেলুচিস্তানে বৃহত্তর বিদ্রোহের অংশ। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে কম জনবহুল প্রদেশ। এর অবস্থান ইরান ও আফগানিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলে।  

খনিজ সম্পদ আর প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ থাকার পরও প্রদেশটি দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র।

বেলুচিস্তানে কারা মহাপরিদর্শক সুজা কাসি বলেন, হামলায় পুলিশ স্টেশন ও সংলগ্ন কারাগারের কিছু ক্ষতি হয়েছে। কারাগারটিতে ৯০ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিসহ ৮০০ বন্দি রয়েছেন। তারা নিরাপদেই আছেন।  

তিনি আল জাজিরাকে বলেন, দরজায় কিছু ক্ষতি হয়েছে। জানালা ভেঙে গেছে। স্টাফ কোয়ার্টারের কিছু অংশের ক্ষতি হয়েছে।

মাচের বাসিন্দা ইকবাল ইউসুফজাই বলেন, সবচেয়ে বিকট বিস্ফোণটি সোমবার রাত ৯টার দিকে ঘটে। এরপর প্রায় ১২ ঘণ্টা ধরে গোলাগুলি চলে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।