ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভে যোগ দিলেন স্পেনের কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
বিক্ষোভে যোগ দিলেন স্পেনের কৃষকরা

স্পেনে কৃষকরা বিক্ষোভে যোগ দিয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশে কৃষকদের বিক্ষোভ চলছে।

অন্য কৃষকদের মতো স্পেনের কৃষকরাও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আরও নমনীয়তা চান।

পাশাপাশি তারা ইইউ বহির্ভূত দেশগুলোর উৎপাদনে আরও কঠোরতার পাশাপাশি সরকারের কাছে আরও সহযোগিতা চান।

দেশটির বিভিন্ন অঞ্চলে কৃষকরা সড়ক অবরোধ করেন। এতে যানচলাচল তীব্রভাবে ব্যাহত হয়। চলতি মাসের শেষের দিকে মধ্য মাদ্রিদে একটি বড় বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার কৃষকরা স্পেনের উত্তর দিকে বিভিন্ন কৃষি অঞ্চলে সড়কে অবস্থান নেন। কৃষকরা ট্রাক্টরের বহর নিয়ে সড়কে আসেন এবং হর্ন বাজাতে থাকেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও স্পেনের পতাকা।  

কাতালোনিয়ার উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণের আন্দালুসিয়া ও পশ্চিমের এক্সট্রেমাদুরায়ও কৃষকরা বিক্ষোভ করেন।  

ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালিসহ অন্যান্য দেশের কৃষকদের মতোই স্পেনের কৃষকদেরও একই ধরনের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।