ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা অস্বীকার ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা অস্বীকার ন্যাটোর

ন্যাটো মহাসচিব বলে দিয়েছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। যদিও রাশিয়া বলছে, তারা পশ্চিমা সামরিক জোটটির সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত।

আগের দিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার অস্বীকার করেন যে,  ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার আক্রমণের মধ্যে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাব্যতা বিবেচনা করছে।

ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনের মাটিতে ন্যাটো সেনাদের পাঠানোর কোনো পরিকল্পনা নেই।  

ম্যাক্রোঁ সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠককালে বলে যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিক, অনুমোদিত পদ্ধতিতে সেনা পাঠানোর বিষয়ে আজ কেউ একমত হয়নি...কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না।

রাশিয়া ফরাসি এ নেতার মন্তব্যের দ্রুত জবাব দেয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ম্যাক্রোঁর পরামর্শকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন উপাদান হিসেবে আখ্যা দিয়েছেন।  

ন্যাটোর সামরিক পদক্ষেপ নাকচ করে দেওয়ার সময় স্টলটেনবার্গ আবার জোর দিয়ে বলেন, তার জোট কিয়েভকে সমর্থন অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।