ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০২৩ সালে ইউরোপে আশ্রয় আবেদন ৭ বছরে সর্বাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
২০২৩ সালে ইউরোপে আশ্রয় আবেদন ৭ বছরে সর্বাধিক

২০১৫-১৬ সালের শরণার্থী সংকটের পর ইউরোপীয় ইউনিয়ন অভিবাসনপ্রত্যাসীদের কাছ থেকে সর্বাধিক সংখ্যক আশ্রয় আবেদন পেয়েছে ২০২৩ সালে।

১ দশমিক ১৪ মিলিয়ন লোক সে বছর ইউরোপীয় ব্লকে আন্তর্জাতিক নিরাপত্তার আবেদন দাখিল করে।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) মঙ্গলবার প্রকাশ করা এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  

২০২৩ সালের চিত্রে দেখা যায়, আগের বছরের চেয়ে আশ্রয় আবেদন ১৮ শতাংশ বেড়েছে, ২০১৫-১৬ সালের পর যা সর্বাধিক।  

গেল বছর জার্মানিতে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়ে। সিরিয়ানরা সবচেয়ে বেশি আবেদন করে। এর পরের অবস্থানে অর্থাৎ দ্বিতীয়তে আফগানিস্তান।  

ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় যুদ্ধ ও সহিংসতা বেড়ে যাওয়ার বিষয়টি আশ্রয় আবেদনের সংখ্যায় যে প্রভাব ফেলছে, তা স্পষ্ট।  

রাশিয়ার আক্রমণ থেকে পালানো ইউক্রেনীয়দের ইউরোপীয় ব্লকে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় না।  

গত বছরের শেষদিকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনিদের আবেদনও বেড়েছে। সিরিয়ানরা আগের বছরের তুলনায় ২০২৩ সালে ৩৮ শতাংশ বেশি আবেদন করেছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষা সংস্থা ফ্রন্টেক্স ২০১৬ সালের পর গত মাসে সবচেয়ে বেশি অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা নথিবদ্ধ করেছে।

আশ্রয়প্রার্থীদের ক্রমবর্ধমান সংখ্যা ইউরোপের দেশগুলোতে বিতর্ক আরও উসকে দিতে পারে। দেশগুলোতে অভিবাসন নীতি নিয়ে জনঅসন্তোষ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।