ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৪৮ সাংসদের সদস্যপদ স্থগিত করল পাকিস্তান নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
১৪৮ সাংসদের সদস্যপদ স্থগিত করল পাকিস্তান নির্বাচন কমিশন

ইসলামাবাদ: পাকিস্তানের  পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদের ১৪৮ জন সদস্যের পদ স্থগিত করেছে  দেশটির নির্বাচন কমিশন।

সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।

পদ স্থগিত হওয়াদের মধ্যে আছেন, শ্রমমন্ত্রী সৈয়দ খুরশিদ আলমাদ শাহ, শিক্ষামন্ত্রী সরদার আসেফ আহমেদ আলি, পর্যটনমন্ত্রী আতাউর রহমান প্রমুখ।

সোমবারের এই সিদ্ধান্তের ফলে আইনপ্রণেতারা পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে পারবেন না বা ভোট দিতে পারবেন না। গত ১৫ অক্টোবর ছিলো সম্পদের হিসাব জমা দেওয়ার শেষ তারিখ।

আল জাজিরার সংবাদদাতা কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানাচ্ছেন, পদ স্থগিত হওয়াদের মধ্যে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য রয়েছেন।

তিনি বলেন, ‘পদক্ষেপটা যারপরনাই বিস্ময়ের সৃষ্টি করেছে। ’ কামাল জানান, সম্প্রতি নির্বাচন কমিশনও লক্ষ্য করেছে , নির্বাচিত সাংসদরা তাদের শিক্ষাসনদ নিয়েও জালিয়াতি করেছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে, ৪০০-র বেশি সাংসদ সন্দেহের তালিকায় রয়েছেন।   অনেক সাংসদ কমিশনে ভুয়া বা জাল সনদ জমা দিয়েছেন। ’

নির্বাচনের মুখপাত্র আফজাল খান জানান, যারা প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিয়েছেন তাদের সদস্যপদ পুনর্বহাল করা হবে।


বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ