ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ৫, আহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, মার্চ ৩, ২০২৪
ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ৫, আহত ৯১

ইরানে ঐতিহ্যবাহী ফায়ার ফেস্টিভ্যালকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আতশবাজির সময় বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন।

শনিবার ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) এ তথ্য  জানিয়েছে।

ইরানের মেডিকেল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফারকে উদ্ধৃত করে আইএসএনএ জানিয়েছে, গত বছরের তুলনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আহতের সংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে। একজনের মৃত্যু হয়েছে ইরানের রাজধানী তেহরানে। বাকি চারজনের মৃত্যু হয়েছে পশ্চিম আজারবাইজানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে।

মিয়াদফর বলেন, আহতদের মধ্যে ১৫ জনের অস্ত্রোপচার করা হয়েছে। ৩১ জনের চোখে আঘাত এবং ৪১ জন দগ্ধ হন।

ইরানের ঐতিহ্যবাহী ফায়ার ফেস্টিভ্যালের আগের দিনগুলোতে আতশবাজির কারণে দুর্ঘটনা বেশি ঘটে। এ বছর ২০ মার্চ ইরানি নববর্ষের আগে অর্থাৎ গত বুধবার নওরোজের আগের দিন উদযাপন করে ইরানিরা। এ বছর ১২ মার্চ পালিত হবে ফায়ার ফেস্টিভ্যাল।

সূত্র: সিনহুয়া

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।