ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ২৮০ স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
নাইজেরিয়ায় ২৮০ স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগা থেকে ২৮০ জনের বেশি স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। কর্মকর্তারা এমনটি জানান।

খবর বিবিসির।

শিক্ষার্থীদের বয়স ৮-১৫ বছর বয়সের মধ্যে। তাদের সঙ্গে এক শিক্ষকও অপহরণের স্বীকার হয়েছেন।

অপহরণে জড়িত গ্যাং সেখানে দস্যু হিসেবে পরিচিত। দস্যুরা কত কয়েক বছরে শত শত মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম দিকে এসব অপহরণের ঘটনা ঘটেছে।  

চলতি সপ্তাহের আগে পর্যন্ত গত এক বছরে শিশুদের গণ অপহরণের ঘটনা কিছুটা কমেছিল।

কাদুনা প্রদেশের গভর্নর উবা সানি অপহরণের বিষয়টি নিশ্চিত করেন। এ রাজ্যের মধ্যে কুরিগার অবস্থান।

তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ শিক্ষার্থী এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ১২৫ শিক্ষার্থী নিখোঁজ হয়। ২৫ জন ফিরে এসেছে।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক শিক্ষার্থী বন্দুকধারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিরনিন গোয়ারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
 
পালাতে সক্ষম হওয়া এক শিক্ষক বলেন, স্থানীয় লোকজন শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু বন্দুকধারীরা তাদের তাড়িয়ে দেয় এবং একজনের প্রাণ যায়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।