ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাকিংহাম প্যালেসের গেটে গাড়ির ধাক্কা দিয়ে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
বাকিংহাম প্যালেসের গেটে গাড়ির ধাক্কা দিয়ে গ্রেপ্তার

ব্রিটিশ পুলিশ বলেছে, সেন্ট্রাল লন্ডনে বাকিংহাম প্যালেসের গেট বা ফটকে একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, প্যালেসের ফটকের বাইরে একটি গাড়ি পড়ে আছে।  

বিবিসি বলছে, মেট্রোপলিটন পুলিশের সশস্ত্র কর্মকর্তারা এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

রাজকীয় বাসভবনে ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার সকালে। এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে।  

রোববার সকালে ফটকটি উঁচু কাঠের বোর্ড দিয়ে ঘিরে রাখতে দেখা যায়।  

ব্রিটিশ গণমাধ্যম এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেছে, ধাক্কার সময় বিকট শব্দ শোনা গিয়েছিল।

বাকিংহাম প্যালেস বলেছে, ঘটনার সময় রাজপরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না। ফটকের মেরামত কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।