ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সামরিক কর্মী ও ৬ সন্ত্রাসী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:২৬ পিএম, মার্চ ১৬, ২০২৪
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৭ সামরিক কর্মী ও ৬ সন্ত্রাসী নিহত 

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় শনিবার নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে সন্ত্রাসীরা হামলা চালালে কয়েকজন কর্মকর্তাসহ সাতজন সামরিক কর্মী এবং ছয় সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তানের সামরিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বিকেলে এক বিবৃতিতে জানিয়েছে, ভোরে জেলার মীর আলী এলাকায় ছয় সন্ত্রাসী এ হামলা চালায়।

আইএসপিআর বলেছে, সেনা সদস্যরা হামলার প্রাথমিক প্রচেষ্টাকে ব্যর্থ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা একটি বিস্ফোরকবোঝাই গাড়ি পোস্টে ধাক্কা দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলা করে, যার ফলে একটি ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সৈন্য নিহত হয়।

 আইএসপিআর আরও বলেছে, অভিযানে সন্ত্রাসীদের সবাই নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় একজন লেফটেন্যান্ট কর্নেল এবং সৈন্যদের অন্য একজন কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।

আইএসপিআর জানায়, এলাকায় উপস্থিত অন্য কোনো সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চলছে।

সূত্র: সিনহুয়া

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
জেএইচ

বাংলাদেশ সময়: ৫:২৬ পিএম, মার্চ ১৬, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।