ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচেনের তারিখ ঘোষণা বুধবার

আহমেদ জুয়েল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১০

Poland Voteপোল্যান্ডের রাষ্ট্রপতি কাজিনস্কি বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটির বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বুধবার। গত ১০ এপ্রিল পোলিশ রাষ্ট্রপতি ও তার স্ত্রী, সেনাপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৯৫ জন আরোহী রাশিয়ার স্মোলেনভস্কির কাছে এক বিমান দুর্ঘটনায় নিহত হন।

সাতদিনের জাতীয় শোক পালন শেষে রোববার নিহত সবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

পোলিশ উপরাষ্ট্রপতি জ্যাক সাসিন সরকারি বেতারে জানান, শনিবার নিহতদের স্বরণ অনুষ্ঠানের পর রোববার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তবে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে কোথায় দাফন করা হবে তা পারিবারিকভাবে নির্দিষ্ট করা হলেও তিনি বলতে রাজি হননি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্রোনিস্লাভ কোমোরোভস্কি বলেন, তিনি আগামী বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। পোল্যান্ডের সংবিধান অনুয়ায়ী রাষ্ট্রপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্টপতিকে ১৪ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হয়। আর নির্বাচন সম্পন্ন করতে হয় পরবর্তী ৬০ দিনের মধ্যে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।