ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাওতো কান জাপানের নতুন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুন ৬, ২০১০

টোকিও : ইউকিও হাতোয়ামার পদত্যাগের দু’দিন পর শুক্রবার জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নাওতো কান। এর আগে বিদায়ী অর্থমন্ত্রী কান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) নতুন নেতা হিসেবে নির্বাচিত হন।

তিন বছরের মধ্যে তিনি দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

জাপানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন নৌ বিমানঘাঁটি নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে বুধবার পদত্যাগ করেন হাতোয়ামা।   ওকিনাওয়া দ্বীপের ওই ঘাঁটিটি সরিয়ে নেওয়ার ব্যাপারে হাতোয়ামা প্রতিশ্রুতি দিলেও তা পুরণে ব্যর্থ হন।  

এর আগে ডিপিজে-এর নেতা নির্বাচিত হওয়ার পর বিদায়ী অর্থমন্ত্রী কান ‘নতুন করে শুরু’র ঘোষণা দেন।   শুক্রবার দলের নেতা-কর্মীদের প্রতি দেওয়া বক্তব্যে কান বলেন, জাপানের কুটনীতির মূলভিত্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। তবে মার্কিন ঘাঁটির ব্যাপারে তিনি কোনো প্রতিশ্রতি দেননি।

৬৩ বছর বয়সী কান গত জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। পাশাপাশি তিনি উপ প্রধানমন্ত্রীর হিসেবেও দায়িত্ব পালন করেন।

পার্লামেন্টে ভোটাভুটিতে স্বল্প পরিচিত পরিবেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান শিনজি তারুতোকোকে ২৯১-১২৯ ব্যবধানে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন কান। এর আগে হাতোয়ামার মন্ত্রিসভা পদত্যাগ করে। কয়েকদিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন কান। আগামী সপ্তাহে সম্রাট আকিহিতোর কাছে শপথ নিতে পারেন নতুন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪৩ ঘন্টা, ৪ জুন ২০১০
আরআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।