ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে নিষিদ্ধ হলো টেলিগ্রাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
স্পেনে নিষিদ্ধ হলো টেলিগ্রাম

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তের স্বার্থে স্পেনে নিষিদ্ধ হলো ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। দেশটির একটি আদালত অ্যাপটি ব্যবহার স্থগিতাদেশ দেন।

পরবর্তী নির্দেশনার আগে ইন্টারনেট সরবরাহকারীদের এ অ্যাপের ব্যবহার বন্ধ রাখতে হবে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, আট্রেসমিডিয়া, ইজিইডিএ ও টেলিফোনিকার মতো কয়েকটি স্প্যানিশ মিডিয়া কোম্পানির অনুরোধে সাময়িকভাবে টেলিগ্রাম ব্যবহার স্থগিত রাখা হবে। আগামীকাল সোমবার থেকে স্পেনে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার স্থগিত হয়ে যাবে।

পরবর্তীতে কবে অ্যাপটি ফের চালু করা হবে, সে ব্যাপারে কিছু জানায়টি স্প্যানিশ কর্তৃপক্ষ।

মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বিশ্বব্যাপী চতুর্থ সর্বাধিক জনপ্রিয়। বিশ্বব্যাপী আনুমানিক ১৫০ কোটি ব্যবহারকারী ও ৮০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে অ্যাপটির। তাছাড়া অ্যাপটির প্রায় ১৯ কোটিরও বেশি দৈনিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।