ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব: রুশ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
বাইডেনের অধীনে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব: রুশ রাষ্ট্রদূত

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যতদিন বাইডেন থাকবেন ততদিন রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ।  

তিনি বলেন, অদূর ভবিষ্যতে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি অসম্ভব বলে মনে হচ্ছে।

বর্তমান প্রশাসন হোয়াইট হাউসের ওভাল অফিসে কীভাবে থাকা যায় সেদিকেই মনোনিবেশ করছে।

‘চ্যানেল ওয়ান’কে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।  

তিনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) তাদের রাশিয়ান নীতি পর্যালোচনা করবে না। কারণ এটি করলে তাদের ব্যর্থতা প্রমাণিত হয়ে যাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, মস্কোর কনসার্ট হলে হামলার পর কোনো মার্কিন সিনেটর বা কংগ্রেসম্যান রুশ দূতাবাসে সমবেদনা জানাবেন বলে তিনি আশা করেছেন। কিন্তু এ ধরনের কিছুই ঘটেনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন অপ্রাপ্তবয়স্ক কর্মকর্তাকে পাঠিয়েছে। তিনি মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণকারী নন।  

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।