ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০ বছর বয়সে মেক্সিকো সিটির পুলিশপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
২০ বছর বয়সে মেক্সিকো সিটির পুলিশপ্রধান

মেক্সিকো সিটি: অপরাধবিদ্যার ছাত্রী মারিসল ভালিস গারসিয়া। মেক্সিকোর সহিংসতা পূর্ণ গুয়াদালুপি জেলার বারাভো শহরের পুলিশপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার মেক্সিকোর গণমাধ্যম ওই খবর প্রকাশ করেছে।

ওই পদের জন্য ভালিস গারসিয়াই ছিলেন একমাত্র প্রার্থী। তিনি সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর ভালিস বলেন, মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন না তিনি। এটা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাজ। যদিও প্রতিবেশী ও বিদ্যালয়ের অপরাধ দমন এবং সামজিক শান্তি পুনরুদ্ধারে তার ওপর চাপ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে এলাকায় ১০ হাজার মানুষের বাস। অঞ্চলটি মেক্সিকোর সবচেয়ে সহিংস এলাকা হিসেবে পরিচিত।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ