ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে এক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন প্রবাসী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবর পাওয়ার পরপরই আহতদের উদ্ধারে ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার পাঠানো হয়।  

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আল মারসদের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গাল্ফ নিউজ। তবে দুর্ঘটনার সঠিক কারণ স্পষ্ট করতে পারেনি সংবাদমাধ্যমটি। নিহতদের পরিচয়ও নিশ্চিত করা হয়নি।

গাল্ফ নিউজ বলেছে, স্থানীয় সময় শনিবার (৩০ মার্চ) তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে দুর্ঘটনাটি ঘটে। বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই ওই পিকআপভ্যানের পেছনে চড়েছিলেন।  

সৌদি আরবে ভয়াবহ ধরনের সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে।  সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ হাজার ৫৫৫ জন নিহত হয়েছেন।

বিষয়টিতে গুরুত্ব দিয়ে সম্প্রতি সৌদি আরবের কর্তৃপক্ষ বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে।  

চলতি মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হন। এর আগে গত জানুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুহাইল শহরে গাড়ির মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত ও তিনজন আহত হন। গত বছরের নভেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমের এক এলাকায় তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। গত সেপ্টেম্বরে উত্তর-পশ্চিম সৌদি আরবের আল ওয়াজ উপকূলীয় এলাকায় একটি বাস উল্টে চারজন নিহত এবং সাতজন আহত হন।  

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।