ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ফিনল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হামলা, শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, এপ্রিল ২, ২০২৪
ফিনল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হামলা, শিক্ষার্থী নিহত

ফিনল্যান্ডের ভানতা শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছে, বাকি দুজন আহত হয়েছে। পুলিশ এমনটি জানিয়েছে।

খবর বিবিসির।  

পুলিশ বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার আগে ভিয়েরটোলা স্কুলের ওই ঘটনায় তারা বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানায়।

সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়সও ১২। প্রথমে পালিয়ে গেলেও পরে সে গ্রেপ্তার হয়।  

স্কুলটিতে শিক্ষার্থী সংখ্যা ৮০০ এবং কর্মকর্তা-কর্মচারী ৯০ জন। সরকারি সম্প্রচারমাধ্যম ইয়েলি জানায়, হামলার পর স্কুলের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে থাকতে বলা হয়।  
 
ইস্টারের ছুটির পর অন্য স্কুলের মতোই রাজধানী হেলসিঙ্কির উত্তরের দিকের শহর ভানতার স্কুলটিও খুলেছে। এর মধ্যেই এ বন্দুক হামলার ঘটনা ঘটল।

পুলিশ বলছে, গুলির পর সন্দেহভাজন পালিয়ে যায়। পরে হেলসিঙ্কির উত্তরের একটি জেলার স্থানীয় নদীর ওপার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আগ্নেয়াস্ত্র বহন করছিল।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।