ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার হাসপাতালে

লন্ডন: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

তার ছেলে ও সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

জ্বরে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার পশ্চিম লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে ভর্তি করা হয় থ্যাচারকে।

মার্গারেট থ্যাচারের ছেলে মার্ক থ্যাচার বলেছেন, ‘তিনি মানসিক ভাবে সুস্থ্য রয়েছেন এবং যদি স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ভালো হয় তবে তাকে দিনের মধ্যেই বাড়ি নিয়ে যাওয়া হবে। ’

তবে চিকিৎসকরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন।

এদিকে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, থ্যাচার গত সপ্তাহে ৮৫ বছরে পা দিয়েছেন। তার সম্মানে বৃহস্পতিবারের আয়োজিত ডাউন স্ট্রিটের পার্টি তার অসুস্থতার জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার ক্যামেরন সাবেক এ নেতার রোগমুক্তি কামনা করেন।

মার্গারেট থ্যাচার ১৯৭৯ সাল থেকে ১৯৯০ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি স্মৃতিভ্রম সমস্যায় ভুগছেন এবং তিনি কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ