ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভৃত্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
ভৃত্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সৌদি যুবরাজ

লন্ডন: লন্ডনের এক হোটেলে ভৃত্যকে মারধর করা এবং গলা টিপে হত্যার দায়ে সৌদি যুবরাজকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছেন ব্রিটেনের এক আদালত। একটি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।



বান্দার আব্দুলআজিজ নামের ওই ভৃত্যকে হত্যার দায়ে সৌদ আব্দুলআজিজ বিন নাসের আল সৌদের বিরুদ্ধে এ রায় দেন আদালত।

এক ঘণ্টা ৩৫ মিনিটের জুরির রায়ে সৌদকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তবে রায় ঘোষণার পর তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

১৫ ফেব্রুয়ারি হত্যার আগে সৌদ (৩৪) আব্দুলআজিজকে (৩২) শারীরিকভাবে নির্যাতন করেন। নিহত ওই চাকরের চিবুকসহ সারা গায়ে নির্যাতনের অনেক চিহ্ন পাওয়া যায় বলে গার্ডিয়ান সংবাদপত্র জানায়।  

আদালতের রায়ে দোষী যুবরাজের দীর্ঘমেয়াদে কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ