ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান ইসরায়েলে হামলার নাম দিল ‘অপারেশন ট্রু প্রমিজ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, এপ্রিল ১৪, ২০২৪
ইরান ইসরায়েলে হামলার নাম দিল ‘অপারেশন ট্রু প্রমিজ’

ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমিজ। ইরানি বাহিনীর দেওয়া এক বিবৃতি থেকে এমনটি জানা গেছে।

খবর বিবিসির।  

বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে এবং ইসরায়েলের অপরাধের পুনরাবৃত্তিতে তেহরান পাল্টা এ হামলা চালাল।

তবে বিবৃতি থেকে এটি জানা যায়নি, হামলাটি কী ধরনের।  

হামলার আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সিরিয়ায় ইসরায়েলের হামলা ইরানের ওপর হামলার সমতুল্য বলেই বর্ণনা করেন।  

গেল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের কনস্যুলেটে চালানো হামলা, আমাদের দেশে হামলা চালানোর মতোই।  

ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের শাস্তি পেতে হবে। তারা শাস্তি পাবে।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।