ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে বৈঠক করেছেন। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এমনটি জানান।

খবর বিবিসির।

কর্মকর্তারা বলেন, বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন। আরও উত্তেজনা রোধে তার জাতীয় নিরাপত্তা দল ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে।  

হোয়াইট হাউজ প্রেসিডেন্টের একটি ছবি পোস্ট করেছে, যাতে তাকে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে।  

নিরাপত্তা উপদেষ্টারা জো বাইডেনকে পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন।  

এক্সে দেওয়া এক পোস্টে বাইডেন ইরান এবং তার প্রক্সিদের হুমকির বিপরীতে ইসরায়েলকে ‘লৌহবর্মের’ মতো সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন। সেই হামলার জবাবে শনিবার রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।