ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজার থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
নাইজার থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আফ্রিকার দেশ নাইজার থেকে সব সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সরকারের সঙ্গে একটি চুক্তি সইয়ের পর এ সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে শনিবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল নাইজারের সামরিক সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

নাইজার থেকে সেনা প্রত্যাহার করার পরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে।

নাইজার সরকারকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী কয়েকমাসের মধ্যে দেশটিতে নিযুক্ত এক হাজার সেনা সরিয়ে নেওয়া হবে।

গত বছরের জুলাই মাসে নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে। এরপর থেকে জেনারেল আব্দুর হামানে তচিয়ানির নেতৃত্বে দেশটিতে সেনাবাহিনী সরকার পরিচালনা করে আসছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল তচিয়ানি আগের সরকারের করা সামরিক চুক্তি বাতিল করেন। একই সঙ্গে মার্কিন সেনা ফিরিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।