ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আলিগড় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
পশ্চিমবঙ্গে আলিগড় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস

কলকাতা: পশ্চিমবঙ্গে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে। আগামী ২০ নভেম্বর মুর্শিদাবাদ জেলার আহিরণে নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে।



ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও সিপিএম রাজ্যসভার সাংসদ মইনুল হাসান বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত থাকবেন। ’

তিনি আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের পৃথক ক্যাম্পাস স্থাপন নিয়ে বির্তক ও আইনি জটিলতা ছিল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধিবদ্ধ আইন এ ক্ষেত্রে বাধা হয়ে উঠেছিল। ’

মইনুল হাসান বলেন, ‘ওই আইনে উল্লেখ আছে, বিশ্ববিদ্যালয়ের ২৫ কিলোমিটারের মধ্যেই ক্যাম্পাস গড়তে হবে। পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের ভিজিটর, রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের হস্তক্ষেপে ওই আইন সংশোধন করে এই নতুন ক্যাম্পাস গড়া হচ্ছে। ’

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার সিরাজ আহমেদ জানান, ‘আহিরণ ক্যাম্পাসে প্রথম বছর আইন ও এমবিএ এ দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আপাতত প্রস্তাবিত ক্যাম্পাসের কাছেই মঙ্গলজানে একটি বাড়ি ভাড়া করে কাস শুরু করা হবে। দুটি বিষয়ে প্রথম বছর ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ’

এ নতুন ক্যাম্পাসের মধ্য দিয়েই আলিগড় বিশ্ববিদ্যালয় ভারতের অন্যান্য রাজ্যেও শিক্ষা প্রসারের উদ্যোগ গ্রহণ করলো।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ