ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে পছন্দ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১০, ২০২৪
রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যাকে পছন্দ পুতিনের

রাশিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনকে তার পদেই থাকতে বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

স্টেট ডুমা স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন শুক্রবার সকালে এমনটি জানিয়েছেন।

খবর আরটির।  

পুতিনের শপথ ঘিরে মঙ্গলবার রুশ সরকারের সদস্যদের মঙ্গলবার পদত্যাগ করতে হয়। পঞ্চমবারের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে পুতিন শপথগ্রহণ করেন।

আইনিভাবে বাধ্যতামূলক রদবদল অনযায়ী, পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট ডুমার অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী প্রার্থীর প্রস্তাব করতে হয় প্রেসিডেন্টকে।

শুক্রবার পুতিন আনুষ্ঠানিকভাবে মিশুস্টিনকে সরকারের দায়িত্বে থাকার জন্য মনোনীত করেন বলে জানান স্পিকার ভোলোদিন।

২০২০ সালের জানুয়ারিতে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে মিশুস্টিনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ১০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।