ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

‘অভ্যুত্থানচেষ্টা’ নস্যাৎ করার দাবি ডিআর কঙ্গোর সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
‘অভ্যুত্থানচেষ্টা’ নস্যাৎ করার দাবি ডিআর কঙ্গোর সেনাবাহিনীর

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) সেনাবাহিনী বলেছে, তারা প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির বিরুদ্ধে চালানো এক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। খবর বিবিসির।

 

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সিলাভিন একেনগে রাষ্ট্রীয় টিভি চ্যানেল আরটিএনসিকে বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রোববার সকালে প্রেসিডেন্ট শিসেকেদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সেনাপ্রধান ভাইটাল কামেরহের বাসভবনে অস্ত্রধারীরা হামলা চালান। এর কয়েক ঘণ্টা পরই মুখপাত্রের এ বিবৃতি এলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর ইউনিফর্ম পরা প্রায় ২০ জনের একটি দল সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা চালায়। পরে সেখানে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নির্বাসিত রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গা সংশ্লিষ্ট নিউ জায়ার মুভমেন্টের সদস্য।

কামেরহের বাসভবনে হামলার ঘটনায় দুই রক্ষীসহ এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

এ ঘটনা নিয়ে শিসেকেদি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

দেশটিতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তার দেশের নাগরিকদের বাইরে না যেতে সতর্ক করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।