ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের জাতীয় পতাকা, সঙ্গীত ও নাম পাল্টাল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
মিয়ানমারের জাতীয় পতাকা, সঙ্গীত ও নাম পাল্টাল জান্তা সরকার

ইয়াঙ্গুন: মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটির জাতীয় পতাকা, সঙ্গীত ও সরকারি নাম বৃহস্পতিবার পাল্টেছে। নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে তারা এ সিদ্ধান্ত নিলো।

খবর রয়টার্স।

২০০৮ সালে প্রণীত নতুন সংবিধানে এই পরিবর্তনগুলো রাখা হয়েছে। তবে এগুলোর প্রচলন কবে থেকে হবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

মিয়ানমারের নতুন নাম হচ্ছে, দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার। এর আগে নাম ছিলো দি ইউনিয়ন অব মিয়ানমার।

১৯৬২ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে দেশটির মতায় আসে সামরিক বাহিনী। ১৯৮৯ সালে এর নাম বার্মা থেকে পরিবর্তন করে রাখা মিয়ানমার।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই আদেশ পাওয়ায় আমরা খুব আশ্চর্য হয়েছি। আরেকটা নিদের্শ ছিলো পুরনো পতাকা অবশ্যই পুড়িয়ে ফেলার। ’

সমালোচকরা বলছেন, আগামী মাসের নির্বাচনকে সামনে রেখে জান্তা সরকারের এটি চাল।

নতুন পতাকায় হলুদ, সবুজ ও লাল রঙের ওপর একটি সাদা তারকা রয়েছে। ইয়াঙ্গুনের সিটি হলের সামনে এটি টানানো হয়েছে।

নতুন পতাকা প্রচলন করা হলো বেশ তড়িঘড়ি করেই। ব্যাপারটি জানানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে।

সরকারি কর্মকর্তাদের মতে, রঙগুলো শান্তি, সংহতি, প্রীতি, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। পুরনো পতাকাটি চালু করা হয়েছিলো ১৯৭৪ সালে। লাল ও নীল রঙের ওপর ১৪টা সাদা তারকার ছাপ ছিলো এতে। এর বাম পাশের কোনায় ছিলো ধানের শীষ।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ