ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে সহস্রাধিক বছর পুরনো মমির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০
পেরুতে সহস্রাধিক বছর পুরনো মমির সন্ধান

লিমা: পেরুর রাজধানী লিমার প্রত্নতত্ত্ববিদরা মাটির নিচে সংরতি হাজার বছরেরও বেশি পুরনো চারটি মমির সন্ধান পেয়েছেন।

হুয়াকা পুকয়ানা নামের ইনকা সভ্যতার প্রাচীন মন্দির থেকে মমিগুলো পাওয়া গেছে।

এগুলোর অবস্থান দেখে মনে হচ্ছে, শত শত বছর ধরে লুন্ঠনকারীরা সমাধি থেকে প্রত্নতাত্ত্বিক সম্পদ লুট করেছে।

পেরুর প্রত্নতত্ত্ববিদ গ্লাদিস পাজ সমাধিটি আবিষ্কার করার সময় খুব আশ্চর্য ও আনন্দিত হন। এর ছাদ অত্যন্ত নিখুঁত অবস্থায় রয়েছে।

এর ভিতরে চারটি মমি। এর মধ্যে একটি বড় এবং তিনটি ছোট আকৃতির। এগুলো ১১০০ বছর আগের।

পাজ জানান, মমিগুলোর লিঙ্গ, বয়স ও মৃত্যুর কারণ জানার জন্য চারটিই পরীক্ষা করা হবে।

সমাধিতে অনেক দামি কাপড় এবং সৈনিকের পোশাক পাওয়া গেছে। মমিগুলো ৫০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দের ধারণা করা হচ্ছে। তরবারিগুলোও যত্নসহকারে রাখা।

পাঁচ বছর ধরে খনন করে প্রত্নতাত্ত্ববিদরা ৬২টি সমাধি পেয়েছেন। আর সব সমাধিই লুটপাটের শিকার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ