ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নির্বাচনের দিন গরমে এক রাজ্যেই ৩৩ ভোটকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২, ২০২৪
ভারতে নির্বাচনের দিন গরমে এক রাজ্যেই ৩৩ ভোটকর্মীর মৃত্যু

ভারতে শেষ দফার ভোটের দিনে এক রাজ্যেই হিটস্ট্রোকে অন্তত ৩৩ ভোটকর্মী মারা গেছেন। দেশটির শীর্ষ এক ভোট কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

ইতোমধ্যে সে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়েছে।

উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা নবদীপ রিনওয়া বলেন, গরমে ৩৩ ভোটকর্মীর প্রাণ গেছে। সপ্তম ও শেষ দফায় এ রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শনিবার।  

রোববার রিনওয়া সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবার ১৫ লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ পাবে। খবর আল জাজিরার।

তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যুর খবর সামনে এসেছে। অনেক স্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সেখানে এক দিনেই এত ভোটকর্মীর মৃত্যুতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।  

রিনওয়া জানান, বালিয়া শহরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এই নির্বাচন কর্মকর্তা বলেন, হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, ঝাঁসি শহরের তাপমাত্রা শনিবার ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এদিন বালিয়ায় তাপের সূচক ৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।

শনিবার ভারতে তীব্র গরমে ৫৮ জনের প্রাণহানি ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস। বিহার, উড়িষ্যা, মধ্য প্রদেশেও প্রাণহানির ঘটনা ঘটেছে।  

শনিবার নির্বাচন-সংশ্লিষ্ট অন্তত ১০ জন মারা যান বিহারে। এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, নিহতে সংখ্যা বাড়তে পারে। একই দিন উড়িষ্যায় অন্তত ৯ জন মারা যান। এ নিয়ে দুদিনে মৃত বেড়ে দাঁড়ায় ৫৪ জনে।

বিশেষজ্ঞরা বলেন, যখন কোনো ব্যক্তির পানিশূন্যতা দেখা দেয়, তখন তীব্র তাপ রক্ত পাতলা করে দেয় এবং অরগান ফেইলিওর (অঙ্গপ্রত্যঙ্গ যথাযথভাবে কাজ না করা) ঘটে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।