ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২এ পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২এ পৌঁছেছে

ব্যাংকক: থাইল্যান্ডে বন্যার বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার পর্যন্ত নিহতরে সংখ্যা ৩২-এ পৌঁছেছে।

নিহতরা পানিতে ভেষে গেছে অথবা গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সংস্থায় প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

বন্যায় আক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন। গত ১০ অক্টোবর থেকে বন্যা শুরু হয়েছে।

১৪ লাখের বেশি মানুষের বাড়ি এবং ফসলের ক্ষতি হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

থাইল্যান্ডের নাখন ও রাতসাসিমা এবং ব্রুইরাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ। ওই প্রতিটি এলাকায় ৬ জন করে নিহত হয়েছেন। এছাড়া লপবুরিতে ৫ জন ও খন কানে ৩ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলে পূর্বাঞ্চলের ৮ টি প্রদেশে আরও ১২ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ