ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জিতে হার্ট অ্যাটাক

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জিতে হার্ট অ্যাটাক

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোয় এক ব্যক্তি ৪০ লাখ ডলার জিতে অসুস্থ হয়ে পড়েছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ঘটনার দিন-তারিখ স্পষ্ট নয়।

তবে সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে অনেকে ঘিরে রেখেছেন। তাদের অনেককে দৃশ্যত আতঙ্কিত মনে হচ্ছিল। ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।

এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এক্স হ্যান্ডলে গিডি_ট্রাফিক নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন।  

সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোয় ৪০ লাখ ডলার জেতা ওই ব্যক্তির অতিরিক্ত উত্তেজনায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তিনি মারা যান।

ক্যাসিনো ডট ওআরজির দেওয়া তথ্য অনুযায়ী, পরে ওই ব্যক্তির জ্ঞান ফেরে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।  

২৫ জুন শেয়ার করা ভিডিওটি ২০ হাজারের বেশি বার দেখা হয়েছে। ব্যবহারকারীরা এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।