ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ভয়াবহ মহাকাশ দুর্ঘটনার ৫০ বছর পালিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

মস্কো: রাশিয়া রোববার বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘ-বিন্যস্ত মহাকাশ বিপর্যয়ের ৫০ বছর পালন করেছে। রাশিয়ার বাইকোনুর মহাকাশ কেন্দ্রের রকেট উৎক্ষেপণ মঞ্চে সংঘটিত ওই দুর্ঘটনায় ১২৬ জন জীবন্ত দ্বগ্ধ হন।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার দৌঁড়ে এগিয়ে থাকতে সোভিয়েত ইউনিয়ন আন্তমহাদেশীয় দূরবেধী ক্ষেপণাস্ত্র তৈরি করে।

১৯৬০ সালের ২৪ অক্টোবর আর-১৬ নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের দিন ধার্য হয়। ওইদিন উৎক্ষেপণ মঞ্চে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকোমস জানায়, জীবন্ত দ্বগ্ধ হয়ে মানুষ ভয়াবহ যন্ত্রণা ভোগ করে মারা যান। কিন্তু দেশ এবং বাকি বিশ্ব কখনোই ভয়াবহ এ বিপর্যয় ও ঘটনার শিকার বীরদের কাজ থেকে কোনো শিক্ষা নেয়নি। ’

রোববারের বার্ষিকীকে সামনে রেখে সংস্থা থেকে আরও বলা হয়, মহাকাশ গবেষণার ইতিহাসে দিনটি সবচেয়ে ভয়াবহ বিয়োগান্তক ঘটনা হিসেবে বিবেচিত। ’  

পশ্চিমারা একে নেডেলিনের বিপর্যয় বলে উল্লেখ করে থাকে। কেননা ওই রকেট কর্মসূচির নকশাকরী ও পরীক্ষকসহ তত্ত্ববধানের দায়িত্বে থাকা রাশিয়ান কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার মিতরোফান নেডেলিনও এ দুর্ঘটনায় নিহত হন।

নিকিতা খুরুসিচেভের নেতৃত্বে সোভিয়েত কর্তৃপক্ষ এ দুর্ঘটনার ব্যাপারে দীর্ঘদিন গোপনীয়তা বজায় রাখে। ১৯৯০ সালে প্রথম দুর্ঘটনার তথ্য প্রকাশ করা হয়।

কাকতালীয়ভাবে তিন বছর পরের একই দিনে উৎক্ষেপণ মঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় আরও সাত পরীক্ষক নিহত হন।

ফলে ২৪ অক্টোবর দিনটিকে মহাকাশ গবেষণার ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করা হয়। একইসঙ্গে রাশিয়ান কর্তৃপক্ষ মহাকাশ কর্মসূচির জন্য জীবন উৎসর্গ করা সবার স্মৃতি রক্ষার্থে ওই দিন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ