ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থলে এসেছে ভারতীয় উপনিবেশবাদ: অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থলে এসেছে ভারতীয় উপনিবেশবাদ: অরুন্ধতী রায়

শ্রীনগর: কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের পক্ষে কথা বলতে গিয়ে মানবাধিকার কর্মী ও বুকার পুরস্কার পাওয়া বিখ্যাত লেখক অরুন্ধতী রায় মন্তব্য করেন, ১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থলে ভারতীয় উপনিবেশবাদ এসেছে।

‘কাশ্মীরের ভবিষ্যৎ: স্বাধীনতা বা দাসত্ব’ শীর্ষক সেমিনারে তিনি সেই অঞ্চলের মানুষরা নিজেদের মনের ভিতরে কী ধরনের সমাজের কথা কল্পনা করেন তা জানতে চান।



অরুন্ধতী রায় বলেন, ‘সাম্রাজ্যিক উপনিবেশবাদের স্থলে আমদানি হয়েছে কর্পোরেট উপনিবেশবাদ এবং কাশ্মীরের জনগণকে বেছে নিতে হবে তারা ভারত সরকারের নিপীড়নের পরিবর্তে ভবিষ্যতের কর্পোরেট নিপীড়ন চায় কি না।

তিনি বলেন, ‘ভারতে আপনারা নিপীড়নের মুখোমুখি হয়েই আপনাদের সংগ্রামের সচেতনতা বাড়িয়ে তুলেছেন। ’ কাশ্মীরের জনগণের ওপর ভারতের সরকারের নিপীড়ন চালানোর তিনি তীব্র সমালোচনা করেন।

জম্মু ও কাশ্মীরের সুশীল সমাজের জোট নামের একটি সংগঠন এই সেমিনারটি আয়োজন করে। স্থানীয় মানবাধিকার কর্মী পারভেজ ইমরোজ এতে অংশ নেন।

মানবাধিকার কর্মী গৌতম নউলাখা ও দিল্লিভিত্তিক শ্রমিক নেতা অসীম রায়ও কাশ্মীরের লোকদের স্বাধীনতার আন্দোলনকে জোরালো সমর্থন করেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ