ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মাজারে বোমা বিস্ফোরণ: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
পাকিস্তানে মাজারে বোমা বিস্ফোরণ: নিহত ৬

ইসলামাবাদ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সোমবার সকালে একটি মাজারে বোমা বিস্ফোরণে তিন নারীসহ কমপক্ষে ৬ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, দুইজন মোটরসাইকেল আরোহী মাজারের প্রধান ফটকের মধ্যে ঢুকে ভীড়ের মধ্যে বোমা ছুঁড়ে মারে।

এসময়ই এই হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীরা আত্মঘাতী স্কোয়াডের সদস্য কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণে আশেপাশের কমপক্ষে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, মাজার ভবনের ভেতরে বোমাটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা আরও অনেক বেশি হতো। সেখানে দুই শতাধিক মানুষ সকালের প্রার্থনা করছিলেন।

ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। আহতদের তারা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
পুলিশ কর্মকর্তা চৌধুরী তানভির হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এখনই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না, কারণ উদ্ধার কাজ এখনো চলছে’।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ