ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘অশুভ আত্মা’র আবির্ভাবে জানলা দিয়ে লাফ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
‘অশুভ আত্মা’র আবির্ভাবে জানলা দিয়ে লাফ!

প্যারিস: অশুভ আত্মা আক্রমণ করেছে ভেবে ফ্রান্সের লা ভেরিয়ে শহরের এক পরিবারের ১১ জন সদস্য জানলা দিয়ে লাফ দেয়। এতে পরিবারের চার মাসের এক কন্যাশিশু মারা যায়।

খবর এনডিটিভি’র।

ঘটনাটি ঘটে যখন স্ত্রী রাত্রে তার আফ্রিকান বংশোদ্ভুত স্বামীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। তাকে দেখেই তিনি উচ্চস্বরে ভয়ে কাঁদতে শুরু করেন। এতে বাসার সবাই ভড়কে গিয়ে ঘুম থেকে জেগে ওঠেন।

ভদ্রলোকটি তখন রাতে ঘুম থেকে উঠে শিশু কন্যা সন্তানকে খাওয়াচ্ছিলেন।

ঘটনায় হতভম্ব আত্মীয়-স্বজনরা ভয়ে জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়েন। এ সময় পরিজনদের ছোটাছুটিতে ভদ্রমহিলার স্বামী ছুরিকাহত হন এবং  দৌড়ে ঘরের বাইরে চলে যান।

পরে সবাইকে হাসপাতালে ভর্তি করা হলেও শিশু সন্তানটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ