ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিসিলি উপকূলে প্রমোদতরী ডুবে একজনের প্রাণহানি, নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
সিসিলি উপকূলে প্রমোদতরী ডুবে একজনের প্রাণহানি, নিখোঁজ ৬

সিসিলি উপকূলে এক প্রমোদতরী ডুবে এক ব্যক্তির প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ছয়জন।

মোট ২২ জনকে নিয়ে প্রমোদতরীটি ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।  

ফিনান্সিয়াল টাইমসসহ অনেক গণমাধ্যমই প্রতিবেদনে বলছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন মাইক লিঞ্চ নামে এক স্বনামধন্য প্রযুক্তি উদ্যোক্তা।

ইতালীয় কোস্টগার্ড ও অগ্নিনির্বাপণকর্মীরা ১৫ জনকে উদ্ধার করতে পেরেছেন। রুক্ষ বাতাস আর উত্তাল ঢেউয়ের কারণে স্থানীয় সময় ভোর ৫টার দিকে প্রমোদতরীটি উল্টে যায়। ইতালীয় গণমাধ্যম এমনটি জানিয়েছে।

কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ৫০ মিটার গভীরে ডুবে থাকা প্রমোদতরীটির ধ্বংসাবশেষ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী একজন পুরুষ বলে জানা গেছে।
 
প্রমোদতরীটিতে ১২ যাত্রী ও ১০ ক্রু সদস্য ছিলেন। নিখোঁজদের মধ্যে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকত্বের লোক রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।  

উদ্ধারদের মধ্যে এক বছর বয়সী এক মেয়েশিশুও রয়েছে। সঙ্গে তার মা রয়েছেন। উদ্ধার ১৫ জনের মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইতালীয় একটি বার্তাসংস্থা।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।