ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতিতে প্রথম হতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

ইসলামাবাদ: দুর্নীতিতে প্রথম হওয়ার দৌড়ে পাকিস্তান সবচেয়ে এগিয়ে আছে। ২০১০ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা হতে যাচ্ছে।



সংবাদপত্রে প্রকাশিত খবরে জানাগেছে, ২৬ অক্টোবর প্রকাশিত হচ্ছে ট্র্যান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের ২০১০ সালের প্রতিবেদন। ওই প্রতিবেদেন বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিবেবে পাকিস্তানের নাম শোনা যাচ্ছে।

সূত্র জানায়, পাকিস্তান খুব খারাপ একটা সংবাদ শুনার অপেক্ষায় আছে। গত বছর মাত্র ৫ ধাপ অবনতি ঘটেছিল। অর্থাৎ ২০০৮ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান ছিল ৪৭-এ। আর ২০০৯ সালে তা দাঁড়ায় ৪২-এ। এবছর এতো অবনতি খুবই দুর্ভাগ্যজনক।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ