ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংককে বন্যা পরিস্থিতি॥ সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
ব্যাংককে বন্যা পরিস্থিতি॥ সর্বোচ্চ সতর্কতা জারি

ব্যাংকক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাও ফ্রায়া নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মঙ্গলবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বার্তাসংস্থা টিএনএ এ তথ্য প্রকাশ করেছে।



টিএনএ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ৯টায় উঁচু ঢেউসহ প্লাবন হতে পারে। ব্যাংককে নদীর পানির নিরাপদ উচ্চতা ২ দশমিক ৫ মিটার। এই উচ্চতা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া বিভাগ থেকে মঙ্গলবার ঘোষণা দেওয়া হয়েছে, চীন থেকে পানির তীব্র তোড় আসছে। এর ফলে উত্তরপূর্বাঞ্চলীয় থাইল্যান্ড প্লাবিত হয়েছে। থাইল্যান্ডের উত্তর, মধ্য ও পূর্বে এই বন্যা ছড়িয়ে পড়বে বলে ওই বিভাগ আশঙ্কা করেছে।

ব্যাংককের গভর্নর সুখুমভান্দ পরিবত্র গত সোমবার চাও ফ্রায়া নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। এর মধ্যে ভারী বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও তিনি জানান।

গভর্নর স্বীকার করেন, নদীর আশপাশে বন্যায় ঝুঁকিপ্রবণ অঞ্চলগুলো নিয়েই প্রধান দুশ্চিন্তা রয়েছে। রাজধানীর পূর্বাঞ্চলের ল্যাড ক্রাবাং, নং চক, মিন বুরি, শ্রীনাকারিন সড়ক ও কং সামওয়া অঞ্চলগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

বন্যা সমন্বয় কেন্দ্রের সভাপতি আপিরাক কসায়োধিন ভবিষ্যৎ বাণী করে জানান, বুধবার ৯টা নাগাদ নদীপৃষ্ঠের উচ্চতা ২ দশমিক ৩ মিটার থেকে ২ দশমিক ৪ মিটার পর্যন্ত উঠে যাবে। তবে পরিস্থিতি সামলাতে পারবেন বলে জানিয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ব্যাংককের অভ্যন্তরে কোনো বন্যা হবে না।

উল্লেখ্য, থাইল্যান্ডে গত দুই সপ্তাহের বন্যায় সোমবার পর্যন্ত ৪১ জন মারা যায়। এছাড়া বন্যায় অসংখ্য মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সরকার প্রান্তিক অঞ্চলে বন্যায় আটকে পড়া মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছে।

ব্যাংককের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো বালিভর্তি দুই লাখ ব্যাগ দিয়ে জোরদার করা হয়েছে। এছাড়া এক লাখ পানি পাম্প করা মেশিন প্রস্তুত রয়েছে। মঠ, মসজিদ ও স্কুল থেকে সবাইকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে রাখা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ