ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাপ, ব্যাঙ, মাছসহ অ্যামাজনে বহু নতুন প্রাণের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
সাপ, ব্যাঙ, মাছসহ অ্যামাজনে বহু নতুন প্রাণের সন্ধান!

নাগোয়া: পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেইনফরেস্ট অ্যামাজনে নতুন ধরনের প্রাণের সন্ধান পাওয়া গেছে। গড়ে প্রতি তিন দিনে একটি করে লক্ষণীয় ও বাইরের পৃথিবীর কাছে অপরিচিত এসব প্রাণের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।



পরিবেশবিষয়ক সংস্থা ডব্লিউডব্লিউএফ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানায়।  

১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে মোট এক হাজার ২২০টি প্রাণী ও গাছের সন্ধান পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়। এসব প্রাণীর মধ্যে আছে, লিমুজিন গাড়ির সমান দৈর্ঘ্যরে অ্যানাকোন্ডা সাপ, বানরখেকো দৈত্যাকার ক্যাটফিশ, নীল বিষদাঁতের মাকড়সা এবং প্রি গতিসম্পন্ন বিষধর ব্যাঙ।

এলাপিডি পরিবারের দুটি বিষাক্ত সাপসহ মোট ৫৫টি সরীসৃপ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে।

এছাড়া দ্রুত গায়ের পরিবতর্ন করতে পারে এমন এমন ব্যাঙসহ মোট ২৪ প্রজাতির প্রি গতিসম্পন্ন বিষাক্ত ব্যাঙ পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাঙের শরীর দিয়ে আলো প্রবেশ করতে পারে।

অ্যামাজনের নদী ও হ্রদে ২৫৭ প্রকারের মাছ আবিষ্কৃত হয়েছে। একইসঙ্গে পিংক রিভার ডলফিন, সাত রকমের বানর ও দুটি সজারুসহ মোট ৩৯ প্রকারের স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে।

এছাড়া সানফ্লাওয়ার, আইভি, লিলি এবং বিভিন্ন রকমের আনারস ও কাস্টার্ড আপেলসহ ৬৩৭টি নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে।

দ্রুত কমে যাওয়া জীববৈচিত্র্য রায় জাপানে জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ডব্লিউডব্লিউএফ জানায়, এতে অ্যামাজনকে বাঁচানো কেন এতো বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।

ডব্লিউডব্লিউএফ’র লিভিং অ্যামাজন ইনিশিয়েটিভের প্রধান ফ্রান্সিসকো রুইজ সাংবাদিকদের বলেন, ‘এ প্রতিবেদনে অ্যামাজনের অবিশ্বাস্য ও বিস্ময়কর জীববৈচিত্র্যের তথ্য তুলে ধরা হয়েছে। কিন্তু মানুষের উপস্থিতিতে এলাকাটি ক্রমাগত চাপের মধ্যে পড়ছে। এখানকার প্রাকৃতিক অবস্থা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। ’

গবাদি পশুর খামার ও পাম তেল উৎপাদনের জন্য অ্যামাজনের ১৭ শতাংশ গাছ কাটা ও বন উজাড় করা হয়েছে। এভাবে গত ৫০ বছরে স্পেনের চেয়ে দ্বিগুণ আয়তনের একটি এলাকা ধ্বংস হয়ে গেছে।

গত ১০ বছর ধরে বিজ্ঞানীদের অনুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জীববৈচিত্র্য সম্পর্কে মানুষ কিছু জানছে না বলে অভিযোগ করে ডব্লিউডব্লিউএফ । সংস্থাটি জানায়, অ্যামাজনে প্রায় ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং এর কিছু এলাকার জীববৈচিত্র্য আশ্চর্যজনক।

দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ অঞ্চল দিয়ে অ্যামাজন চলে গেছে। ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, গায়ানা, ফরাসী গায়ানা ও সুরিনেমে অ্যামাজনের বিভিন্ন অংশ রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩:৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ