ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮২

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক বাসিন্দা।

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। খবর বিবিসির।

গত বছর ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এমন হামলার ঘটনা ঘটেনি।

ইসরায়েল বলছে, তারা আরও হিজবুল্লাহর ওপর হামলার পরিসর বাড়াচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা ফোনে সতর্কবার্তা পেয়েছেন। ইরান সমর্থিত গোষ্ঠীটির অধ্যুষিত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়।

লেবাননের প্রধানমন্ত্রী বলছেন, ইসরায়েলের আচরণ বিধ্বংসী যুদ্ধের ন্যায়। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইসরায়েল উত্তর দিকে লেবানন সীমান্ত ঘেঁষা অঞ্চলে বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরাতে চায়।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে।  

লেবাননে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়ল।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।