ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে। সোমবার থেকেই এ অভিযান শুরু হতে পারে।

এক মার্কিন কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাইম কাসেম ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে বলেন, তারা স্থল অভিযান মোকাবিলার জন্য প্রস্তুত। গত কয়েক সপ্তাহে সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

গত দুই সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় হাজারের বেশি লোকের প্রাণ গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।  দেশটিতে ১০ লাখ লোক বাস্তুচ্যুত হতে পারেন।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে।  নিহতদের মধ্যে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের তিন সদস্য রয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে আইন এল-দেলবে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলে গেশের হাজিভ নামক বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ বলেছিল, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদে রকেট হামলা চালিয়েছে।  

লেবাননে স্থল অভিযানের দিকে ইঙ্গিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্যায় শিগগির শুরু হবে।  

বিবিসি ও আল জাজিরা

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।