ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় কয়েকজন সাংবাদিকের ওপর গুলি চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন।
হামলায় গুরুতর আহত হন আল জাজিরার ক্যামেরাচালক ফাদি আল-ওয়াহিদি। বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরে কাজ করতে গিয়ে আল-ওয়াহিদি গুলিবিদ্ধ হন। এ নিয়ে চলতি সপ্তাহে আল জাজিরার দুই ক্যামেরাম্যান চলতি সপ্তাহে ইসরায়েলি হামলার শিকার হলেন।
আল জাজিরা অ্যারাবিকের সাংবাদিক আনাস আল-শরিফ এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলি বাহিনী এক ফটোগ্রাফারসহ আল জাজিরা ক্রুদের ওপর গুলি চালিয়েছে। সংবাদ সংগ্রহে গিয়ে আমাদের প্রিয় সহকর্মী ফাদি আল-ওয়াহিদির ঘাড়ে স্নাইপারের গুলি লেগেছে।
ফিলিস্তিনি সাংবাদিক হোসাম শাবাত কয়েকটি ছবি পোস্ট করেন, যাতে দেখা যায় আল-আহিল হাসপাতালে স্ট্রেচারে পড়ে আছেন। আল-আকসা টিভি চ্যানেলের সাংবাদিক তামির লাবাদকেও দেখা যায় তার পোস্ট করা ছবিতে।
শাবাত এক্স হ্যান্ডলে এক পোস্টে লেখেন, তাদের অবস্থা গুরুতর। তাদের আর বেশি চিকিৎসা আর এখানে নেই। তাদের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন।
এক বিবৃতিতে আল-জাজিরা এ হামলার নিন্দা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরএইচ